Rules & Conditions


🎯 1. ম্যাচ টাইম

  • প্রতিটি Lone Wolf ম্যাচে ৯টি রাউন্ড খেলা হবে।

  • প্রতিটি রাউন্ড গুরুত্বপূর্ণ, তাই সময়মতো প্রস্তুত থাকুন।

⚖️ 2. লিমিটেড সেটআপ

  • কোনো কিছুই আনলিমিটেড থাকবে না

  • সাধারণ Lone Wolf মোড অনুযায়ী সবকিছু সীমিত থাকবে

  • Character Skill ও Gun Attribute অফ থাকবে

🚫 3. নাম সংক্রান্ত নিয়ম

  • ❌ অশালীন বা অবাঞ্চিত নাম দিয়ে জয়েন করলে রুম থেকে তৎক্ষণাত কিক করা হবে।

  • 1v1 বা 2v2 ম্যাচে, যে নামে রেজিস্ট্রেশন করা হয়েছে, সেই নামেই ম্যাচে অংশ নিতে হবে

  • খেলোয়াড় পরিবর্তন প্রয়োজন হলে, ⏳ ম্যাচের ৩০ মিনিট আগে এডমিনের অনুমতি নিতে হবে।

📸 4. স্ক্রিনশট ও রেকর্ডিং

  • ম্যাচের Round 1–7 এর মধ্যে অন্তত ১–২টি স্ক্রিনশট নিতে হবে।

  • ম্যাচ শেষে 📤 সেগুলো সাপোর্টে জমা দিতে হবে।

  • স্ক্রিনশট বা রেকর্ড সাবমিট না করলে 🎁 কোনো রিওয়ার্ড দেওয়া হবে না।

💻 5. পিসি প্লেয়ার নিষিদ্ধ

  • Lone Wolf ম্যাচে 📱 শুধুমাত্র মোবাইল প্লেয়ার খেলতে পারবে।

  • 💻 পিসি বা এমুলেটর প্লেয়ারদের প্রবেশ নিষিদ্ধ।

🔁 6. রিওয়ার্ড ও রিফান্ড নীতি

  • 📶 নেট সমস্যা, কাস্টম থেকে বাদ পড়া বা গেমে প্রবেশ করতে না পারার কারণে ❌ রিফান্ড দেওয়া হবে না।

  • ম্যাচে ✅ জয়েন করার পর কোনো পরিস্থিতিতেই রিফান্ড হবে না।

  • 2v2 ম্যাচে যদি কোনো টিমে ১ বা ২ জন না থাকে, তাহলে অপর টিমের ১ বা ২ জনকে 🕹️ প্রথম ২ রাউন্ডে এলিমিনেট হতে হবে।

    • 🏆 জয়ী হলে রিওয়ার্ড পাবে, হারলে কিছু পাবে না।

🆙 7. লেভেল ও ক্যারেক্টার নিয়ম

  • Free Fire আইডির লেভেল ৪০ এর নিচে হলে খেলতে পারবে না।

  • 🚷 মেয়ে ক্যারেক্টার ব্যবহার করা যাবে না।

🏷️ 8. রুম ডিটেইলস

  • রুম আইডি ও পাসওয়ার্ড ⏲️ ম্যাচ টাইমের ৫ মিনিট আগে দেওয়া হবে।

  • নির্ধারিত সময়ে ⌛ রুমে জয়েন করতে ব্যর্থ হলে, 💸 রিফান্ড দেওয়া হবে না।

🛡️ 9. এডমিনের ভূমিকা ও সিদ্ধান্ত

  • এডমিনরা 🧑‍🤝‍🧑 প্লেয়ারদের ভাগ করে দেবেন।

  • ⚠️ কোনো কারণে ১v১ বা ২v২ তে অসম সংখ্যা হলে, এডমিন দায়ী থাকবে না।

  • 👮‍♂️ হ্যাকিং ধরা পড়লে, খেলোয়াড়কে 🔒 খেলবাড়ী থেকে ব্যান করা হবে।

  • 📩 ম্যাচের ফলাফল না পাওয়া গেলে, স্ক্রিনশট ও রেকর্ড সাপোর্টে সাবমিট করে রিওয়ার্ড নিতে হবে।

  • 🧑‍⚖️ এডমিনদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।

নোট: উপরোক্ত যেকোনো নিয়ম ভঙ্গ করলে খেলবাড়ী থেকে স্থায়ী ব্যান এবং 🎁 রিওয়ার্ড বাতিল হতে পারে।
📖 রেজিস্ট্রেশনের পূর্বে অবশ্যই নিয়মগুলো ভালোভাবে পড়ে নিন।
🛠️ খেলবাড়ী কর্তৃপক্ষ যেকোনো সময় রুলস বাতিল, সংযোজন বা বিয়োজন করার অধিকার রাখে।