Rules & Conditions


1. অনৈতিক কাজ নিষিদ্ধ

   কোনো ধরনের হ্যাক, স্ক্রিপ্ট বা অবৈধ ফাইল ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কেউ ধরা পড়লে খেলবাড়ী থেকে ব্যান করা হবে।

 

2. গাড়ি / ট্রাক নিষিদ্ধ:

   ম্যাচ চলাকালে কোনো গাড়ি, ট্রাক বা মনস্টার ট্রাক চালানো যাবে না। চালালে কোনো পুরস্কার দেওয়া হবে না।

 

3. ডাবল স্নাইপার নিষিদ্ধ:

   যেমন M82B – শুধুমাত্র সিঙ্গেল AWM স্নাইপার ব্যবহার করতে হবে। অন্যথায় কোনো রিওয়ার্ড বা উপহার দেওয়া হবে না। ভিডিও প্রমাণ দিতে হবে।

 

4. Room Id Pass নিয়ম:

   ম্যাচ শুরুর ২-৩ মিনিট আগে রুম আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। রুম ফুল দেখালে স্ক্রিনশট দিতে হবে। রুম ID পাওয়ার পর থেকে ভিডিও রেকর্ড শুরু করতে হবে এবং ম্যাচ শেষ পর্যন্ত চালিয়ে যেতে হবে। ভিডিও না দিলে কোনো প্রমাণ গ্রহণযোগ্য হবে না।

 

5. পিসি প্লেয়ার অগ্রহণযোগ্য:

   কেবলমাত্র মোবাইল প্লেয়ার অংশগ্রহণ করতে পারবে।

 

6. সঠিক সময়ে জয়েন না করলে রিফান্ড নয়:

   সময়মতো জয়েন করতে না পারলে কোনো টাকা ফেরত দেওয়া হবে না।

   FREE FIRE আইডির লেভেল ৪০ এর নিচে হলে খেলা যাবে না।

 

7. রুম শেয়ারিং নিষিদ্ধ:

   রুম আইডি ও পাসওয়ার্ড অন্য কাউকে দিলে বা শেয়ার করলে ব্যান করা হবে।ম্যাচে টিমিং বা টিম বানিয়ে খেলা যাবে না। কোনোরকম টিমিং বা ত্রুটি ঘটলে রিওয়ার্ড বাতিল হবে।

 

8. উইনিংস ও কিল রিওয়ার্ড:

   প্রতিটি কিল ও ম্যাচের টাকার রিওয়ার্ড ম্যাচ শেষের ৩০ মিনিট এর মধ্যে দেওয়া হবে।